আসন্ন ১০ই অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ৬টি বাস সার্ভিস পাবে। এ বিষয়ে গত মাসের (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রশিবির প্রতিনিধি দল। এছাড়াও ভিসি বরাবর মৌখিক দাবিও জানান সংগঠনটি। এ দাবির প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বাস সার্ভিসের ব্যবস্থা করতে পরিবহন প্রশাসককে নির্দেশ প্রদান করেন।

ইবি ছাত্রশিবির জানান,  শিবিরের দাবির প্রেক্ষিতে ভিসি স্যার শিক্ষার্থীদের দিক বিবেচনা করে ৬টি বাস সার্ভিসের সুবিধা দিবেন।  সেই আলোকে ছাত্রশিবিরের ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে বলা হয়েছে। যেখানে ৩০০ শিক্ষার্থী আবেদন করেছে। আমরা ইবি ভিসিকে ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য।

এদিকে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা ইবি ভিসি এবং শাখা ছাত্রশিবিরের প্রতি ধন্যবাদ জানান।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির কেন্দ্র ঢাকায় হওয়ায় এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর একযোগে ঢাকায় যাতায়াত পরিবহন সমস্যার সৃষ্টি করেছে। ব্যক্তিগত উদ্যোগে এত সংখ্যক শিক্ষার্থীর ঢাকায় যাওয়া একদিকে যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি এটি অনেক কষ্টসাধ্যও। এই মুহূর্তে শিক্ষার্থীদের সম্পূর্ণ মনোযোগ পরীক্ষার প্রস্তুতির দিকে থাকা উচিত। এসব দিক বিবেচনা করেই ইবি ছাত্রশিবিরের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা ইবি প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করছি। সে লক্ষ্যেই শিক্ষার্থীদের সুবিধার জন্য বাস সার্ভিস দেওয়া হবে।