রাজিবুল ইসলাম রিয়াজ,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির সময় শাহপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বিষয়টি স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
এ বিষয়ে ঘাটাইল থানার এসআই মনির জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ থেকে ২৫জন যাত্রী আহত হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।