মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: চিনাটোলা বাজারের সন্নিকটে পোলের পাশে আজ মঙ্গলবার রাত আনুমানিক তিনটার সময় (কুষ্টিয়া ১১-২৮৪৬) বালি ভর্তি
ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পড়ে খাদে উল্টে যায়।
এতে হতাহত কেহ হয় নি কারণ শীতের রাতে সাধারণ লোকজন এবং রাস্তায় গাড়ি কমছিল। ট্টাক ড্রাইভার এবং হেল্পার সামান্য আহত হয়েছেন। সরজমিনে যেয়ে ট্রাকের
মালিক রাজার সঙ্গে কথা বলে জানা যায় ট্রাকের ড্রাইভার শাকিল হঠাৎ ঘুমিয়ে পড়েছিল এবং ট্রাকের হেল্পার অনতো তাহারও ঘুমের ভাব আসাতে এই দুর্ঘটনা। বর্তমানে ট্রাক টি খাদের মধ্যে পড়ে আছে।
রাজা ,শাকিল,অনতো সকলের বাড়ি কুষ্টিয়া জেলায়।
ট্রাক টি খাদ থেকে উঠাতে শ্রমিকেরা বেশ টাকা দাবি করছে কিন্তু ট্রাকের মালিক রাজা ৯০০০ টাকা
দিতে চাইছে এতে শ্রমিকেরা রাজি হচ্ছে না।
সংবাদ টি লেখা পর্যন্ত ট্রাকটি খাদেই পড়ে ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।