দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর হইতে ঢাকা গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকার ফিলিং স্টেশন এর উত্তর পাশে হিমেল নার্সারীর সামনে ১০ চাকা বিশিষ্ট একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে বাইসাইকেল পথচারী বিপুল (১৭) নামের একজন শ্রমিক নিহত হয়েছে।
৩১ মার্চ রবিবার বেলা আনুমানিক সোয়া ১২ ঘটিকার সময় বিরামপুর পৌরসভার মহাসড়কে পণ্যবাহী ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল পথচারী বিপুল ঘটনাস্থলে নিহত হয়। জানা গেছে মৃত বিপুল বিরামপুর পৌরসভার হঠাৎ পাড়া গ্রামের আব্দুল হালিমের একমাত্র ছেলে। সে বিরামপুর পৌরশহরের একটি বেকারিত প্রতিষ্ঠানে কাজ করে। এদিন বিরামপুর সরকার ফিলিং স্টেশনে তেল নেওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে রাস্তা পারা-পার হতে গিয়ে দিনাজপুরগামী একটি ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করে।
এদূর্ঘটনার খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।