রাজধানীর দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সামান্তা আলম জ্যোতি (১৯)।
তিনি মিরপুর দুই নম্বরে অবস্থিত ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। দারুসসালাম থানার (উপ-পরিদর্শক) এসআই আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
সামন্তার বাবার নাম নুরুল আলম। বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামে। সামন্তা মিরপুর দিয়াবাড়ি বাজারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক নিলয় (২২)। তিনি একই ইনস্টিটিউটের শিক্ষার্থী।
এদিকে, বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বনানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাজী আমিনুল হক (২৫) ও সুমন মিয়া (৩৫) আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর রাত আড়াইটায় চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন।
বনানী থানা থানার (উপ-পরিদর্শক) সাইফুল আলম বিষয়টি জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।