চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনার থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও এ দৃশ্য দেখে ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিইপিজেড ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার মো. শহীদুল্লাহ। তিনি বলেন, ‘ডিপোর ভেতর একটি কন্টেইনার থেকে ধোঁয়া উঠতে দেখে আমাদের খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে আমাদের তেমন কিছু করতে হয়নি, এমনিতেই এটা বন্ধ হয়ে গেছে।
‘ওটা একটা তুলার কনটেইনার ছিল। রপ্তানির জন্য রাখা এসব কনটেইনারে নাকি এক ধরনের ওষুধ ব্যবহার করা হয়, বৃষ্টিতে সে ওষুধ থেকে এ ধোঁয়ার সৃষ্টি হতে পারে।’ ওষুধটি দাহ্য পদার্থ কী না তা এখনও জানেন না এই ফায়ার কর্মকর্তা।
তিনি বলেন, ‘ওই কনটেইনারের আশপাশে আরও কনটেইনার ছিল। এগুলোর ক্ষতি হয়নি। এমনকি ধোঁয়া উঠা কনটেইনারের তুলাও ঠিকঠাক আছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।