ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের সাথে মালবাহী ট্রাক আঘাত হানে। এতে ট্রাকের হেল্পার মোঃ সাব্বির (২২) গুরুতরভাবে আহত হয়।

শুক্রবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। গালাহার নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের হেল্পার মোঃ সাব্বির গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত হেল্পার কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।