মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ইসলামিক ফাউন্ডেশনের সামনে তেল বোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। গুরুত্ব আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও।

রোববার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। পুলিশ ও স্থানীয় জানান, কুড়িগ্রাম শহর থেকে দুই ভাই বোন মোটরসাইকেলে করে এক সাথে যাচ্ছিলেন। হটাৎ করেই রংপুর গামী একটি তেল বোঝাই লরি বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলেই মোটরসাইকেল থেকে সিটকে পরেই ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেল বোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।