শেখ মোস্তফা কামাল, কেশবপুর, যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলার কাস্তা নতুন বাজার এলাকায় শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী ফেরদৌস (১৯) নামে একজন নিহত হয় এবং সাইকেলে থাকা আব্দুস সালাম গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার কাস্তা নতুনবাজার ও পুরাতন বাজারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস ঐ এলাকার গাজীর ভাটার শ্রমিক নিশ্চিত করেছেন স্থানীয়রা। সে উপজেলার শিকারপুরের আবুল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফেরদৌসি ও আব্দুস সালাম একই বাইসাইকেলে তাদের কর্মস্থল ইট ভাটায় যাচ্ছিলেন। এ সময় কেশবপুরের দিকে শাহ সিমেন্টের একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ফেরদৌস নিহত হন ও আব্দুস সালাম গুরুতর আহত হন।
আহত আব্দুস সালামকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা সাস্থ্য কম্পেলেক্স ভর্তি করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।