গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার লিগেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে ১৫০ ঘর।

এতে কমপক্ষে ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,আগুনে দেড় শতাধিক ঘড় পুরে গেছে। এর মধ্য ৭টি দোকান ছিল।

আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।