যশোরের চৌগাছার এক আত্মীয়র বাসায় দাওয়াত খাওয়া হলো না জীবননগর শুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের (৫৮)। আত্মীয়ের বাসায় পৌঁছার আগেই তিনি ট্রাকচাপায় নিহত হন।
নিহতের এক স্বজন জানান, চৌগাছা বাজারে আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল মঙ্গলবার দুপুরে। আগেই জীবননগর শুটিয়া গ্রাম থেকে চলে আসেন নিহতের স্ত্রীও।
সবাই অপেক্ষা করছিল কখন আসবেন তিনি। কিন্তু দুপুর ১টার দিকে ফোনে জানতে পারি ইসমাইল হোসেন ট্রাকচাপায় নিহত হয়েছেন। এই খবরে সব কিছু এলোমেলো হয়ে যায়।
পরিবারের লোকজন জানায়, প্রায় ১২টার দিকে মোটরসাইকেলে চেপে চৌগাছার উদ্দেশে রওনা হন ইসমাইল হোসেন। পথিমধ্যে চৌগাছার ফাসতলা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেলে ড্রাইভার ইসমাইলের শরীরের ওপর দিয়েই ট্রাকটি চালিয়ে দ্রুতগতিতে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ইসমাইল হোসেন।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।