তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার (৩১ মে) দুপুরে ট্রেনে কাটা পড়ে পরিতোষ পাল (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছে। সে চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ পালের ছেলে। নিহতের লাশ রেলওয়ে পুলিশ রাজবাড়ি নিয়ে গেছে।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, ওই দিন দুপুর ১২.৪০ মিনিটের দিকে চতুল ইউনিয়নের বাইখির নামক স্থানে রাজবাড়ি-ভাটিয়াপাড়া রেল লাইনে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে পরিতোষ পাল নিহত হয়। সে বিভিন্ন রোগে ভুগছিল এবং কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে প্যাকিং করে। পরে রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশ রাজবাড়ি রেলওয়ে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিতোষ পাল রান্নার লাকড়ি (খড়ি) যোগাড় করতে বাইখির এলাকায় রেল লাইনে গেয়েছিল। হঠাৎ ট্রেন চলে এলে সে ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে পড়ে মারা যায়।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।