শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে রবিবার সকালে মহাসড়কের পাশে কচুরী পানার ভিতর থেকে আলী মাতব্বর ( ৩৫) তার লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, রবিবার সকালে মহাসড়কের পাশে পানির কচুরিপানার ভিতর একটি অজ্ঞাত লাশ দেখতে পায় তারা। থানায় সংবাদ দিলে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। পরে মোহাম্মাদ আলী মাতুব্বরের ( ৩৫) ভাই ওয়াহিদ মাতুব্বর অজ্ঞাত লাশটি তার ভাইয়ের শনাক্ত করেছে বলে থানার এস আই সিরাজুল ইসলাম জানান।
নিহত মোহাম্মাদ আলি পাশ্ববর্তী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। পেশায় ব্যাটারী চালিত অটো চালক।
এ সময় ওহিদুল মাতুব্বর বলেন, গত ১৭ ফেব্রুয়ারী প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৮ ফেব্রুয়ারী তারিখে সালথা থানায় একটি নিখোঁজ ডায়েরী করি। রবিবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।
থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ওকে অন্য কোথাও মেরে লাশ এখানে ফেলে গেছে। তবে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।