দিনাজপুরের নবাবগঞ্জে টিকা দিতে যাওয়ার পথে বালি বোঝাই ট্রাক্টর ধাক্কায় ইজিবাইকের যাত্রী হুমায়ুন আহম্মেদ নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের আখিরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
নিহত হুমায়ুন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে হেলাঞ্চা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে শিবরামপুর গ্রাম থেকে ইজিবাইকে করে নবাবগঞ্জে করোনার টিকা নিতে যাচ্ছিল হুমায়ুন। আখিরা এলাকায় পৌঁছালে একটি বালি বোঝাই ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় হুমায়ুন ঘটনাস্থলেই মারা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।