মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, এই ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ০১ জন।
ইউনিয়নের মেসার্স জুলেখা ফিলিং স্টেশন সংলগ্ন ভুরুঙ্গামারী – ঢাকা মহাসড়কে নাগেশ্বরী মুখী ব্যাটারিচালিত অটোরিকশা কে ঢাকাগামী নৈশকোচ পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ইউনিয়নের মাস্টারমোড় এলাকার আব্দুল জলিল মিয়া (৬০) এবং পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন(৪)।
গুরুতর আহত হন পশ্চিম রায়গঞ্জের বাসিন্দা শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী শাহনাজ বেগম (২৫) এবং তার মা সুফিয়া বেগম (৫০)। নিহত সুমাইয়া খাতুন সহ পশ্চিম রায়গঞ্জের একই পরিবারের ৪ জন এই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সাইফ জানান, দূর্ঘটনায় গুরুতর আহত তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। সেখান থেকে তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়। পরে সেখানে শহিদুল ইসলাম (৩০) ও সুফিয়া বেগম মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর বিষয়টি নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল ইসলাম নিশ্চিত করেছেন।
এই ঘটনায় স্থানীয় জনগণ ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা এই ঘটনার জন্য সড়ক নির্মাণের দ্বায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স কতৃপক্ষের দ্বায়িত্বে অবহেলা ও অনভিজ্ঞ চালকদের মাধ্যমে নৈশকোচ চালনাকে দ্বায়ী করে এই ঘটনার বিচার দাবি করেন তারা। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, চালক সহ নাইটকোচটি পুলিশ আটক করেছে। ড্রাইভার ও বাস বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক ব্যবস্থা নেয়া হবে। তিনি কাউকে আইন হাতে তুলে না নিতে অনুরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম বলেন, রাস্তায় রাখা রানা বিল্ডার্সের মাটির স্তুপ কালকের মধ্যে সরিয়ে ফেলা হবে। সেই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপুরণ প্রদানের আশ্বাস দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।