কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জয়নাল মিয়া দাবি করছে। বৃহস্প্রতিবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, উপজেলার বায়রা গ্রামের আবদুর রহমানের ছেলে জয়নাল মিয়ার ৪টি বসতঘর, ১টি রান্নাঘর ও ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং দলিল-দস্তাবেজসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই গ্রামের বাসিন্দা জুলহাস বলেন, রাত ১২টার দিকে আগুন লাগার চিৎকারে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি।

উপজেলা ভাইস চেয়ারম্যান জানান, পরিবারটি খুবই অসহায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িটি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান বাচির বলেন, খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।