নীলফামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় একসঙ্গে স্বামী-স্ত্রী মৃত্য হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন। রোববার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী (২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজ পাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে।
তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্র জানায়, ৩জন শ্রমিক মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছিলেন।
কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ চন্দ্র (৩০) নামের আরেক ইপিজেড শ্রমিক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।