লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মিলার শেখ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলার উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাচ্চা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাউরা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মিলার।
এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।