![পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহ](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/05/8fbe6abd7832f7e1dd0cfcd232382b1f.0.jpg)
পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি : পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শফিক (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মে) রাত্রি ৯ টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের কৃষ্ণপুর ঢালার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যানচালক শফিক পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের ইয়াদ আলী ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভ্যান চালক শফিক তার ভ্যানটি নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে ঢাকা-রাজশাহী মহাসড়ক এর কৃষ্ণপুর ঢালার নামক স্থানে তার ভ্যানটি নিয়ে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে।
এসময় ভ্যানচালক শফিক মহাসড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় এরলাকাবাসী তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত্রী সাড়ে ১০টায় সে মারা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।