বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় ৫ নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে জেলার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আদমদিঘি যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর আব্দুল আলিম খান (৪৬) ও ধুনট উপজেলার গোসাইবাড়ী সড়কের চান্দারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় বুলি খাতুন (৪০) নামে এক অটো ভ্যানের যাত্রী নিহত হন।
বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তি আদমদিঘি যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ছিলেন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসুপুর চালুঞ্জা গ্রামে। তার বাবার নাম মৃত আফছার আলী। এদিকে বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কাজিপুরের হরিনাথপুর এলাকা থেকে ৬ জন মহিলা সরকারি ওএমএস এর চাল ও আটা ক্রয় করার উদ্দেশ্যে অটোভ্যানযোগে ধুনট শহরের দিকে আসছিল। পথিমধ্যে চান্দারপাড়া এলাকায় একটি ট্রাক ওই ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুলি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৫ নারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।