জবি প্রতিনিধি: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ও দোকানের মালামাল রক্ষায় দোকানীদের সাথে কাজ করেন তারা।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টায় বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই জবি রোভার স্কাউট গ্রুপের চার সদস্য ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের পানির পাইপ নির্বিঘ্ন করতে ও আগুণ নিয়ন্ত্রণে এক সাথে কাজ করেন তারা। পরে দোকানিদের মালামাল সরাতেও সাহায্য করেন স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া রোভাররা হলেন সিনিয়র রোভার মেট মো. আশিকুজ্জামান, মুস্তাফিজুর রহমান, মিলন সরকার ও জাহিদ হাসান সৈকত।
মো. আশিকুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শোনার পরপরই আমরা চারজন রোভার ঘটনাস্থলে ছুটে যাই। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। রোভারিং এর মূলমন্ত্র হচ্ছে সেবা। যে কোনো পরিস্থিতিতে সকলের প্রয়োজনে সেবা দেওয়াই মূল লক্ষ্য।’
এদিকে বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।