মোঃ মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশাল পটুয়াখালী মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী মল্লিকা এন্টারপ্রাইজ( ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬)পরিবহনের চাপায় একজন পথচারী নিহত হয় ৷ বুধবার(৫জানুয়ারি) বিকাল ৪টায় বাকেরগঞ্জ সরকারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী হাসান নামের একজন দোকানদার বলেন, চালকের বেপরোয়া চালানর জন্য এ দুর্ঘটনা ঘটে ৷ বাকেরগঞ্জ থানা ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, বাকেরগঞ্জের বিরঙ্গল গ্রামের মোতালেব হাওলাদের ছেলে আসলাম হাওলাদার(২৫) নামে একব্যক্তি রাস্তাপারাপারের সময় বাস চাপায় নিহত হয় ৷ ঘাতক বাস মল্লিকা এন্টারপ্রাইজ বাকেরগঞ্জ থানায় আটক রয়েছে। তবে চালক পালিয়ে গেছে ৷
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে ৷ কিছু সময় পরিবহন চলাচল বন্ধ থাকে ৷ দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় ৷ তিনি গিয়ে রাস্তা অবরোধকারীদের সরে যেতে বলেন এবং প্রতিশ্রুতি দেন আগামী কাল রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন ৷ দুর্ঘটনা এড়ানোর জন্য স্পিডব্রেকার বা গোলচত্বর যেটা দিলে ভাল হয় তার ব্যবস্থা করা হবে ৷ ইউএনও মাধবী রায়ের আশ্বাসে রাস্তা অবরোধকারীরা রাস্তা ছেড়ে দিলে পূনরায় বাস চলাচল শুরু হয় ৷ উল্লেখ্য এই সড়কে প্রায়ই দুর্ঘটনা, নিহত এবং আহতের ঘটনা ঘটে ৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।