বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আদরি খাতুন নামে এক বছরের এক মেয়ে শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার অন্তারমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নারিকেলবাড়িয়া থেকে ব্যাটারি চালিত ভ্যান যোগে আদরি খাতুন তার মায়ের সাথে বাঘারপাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

পথে অন্তারমপুর মালি গ্রামের মাঝামাঝি আসলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল ও ব্যাটারি চালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার্ড করে ।

সেখানেই শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদরি নারিকেলবাড়িয়া গ্রামের রশিদ মোল্যার মেয়ে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় শিশুটি হাসপাতালে মারা গেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।