বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পৌর শহর এলাকা ঘাটপাড় ব্রীজে বালুবাহী ট্রাক্টরের চাপায় আলমগীর হোসেন (৫৫) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
(২৪ডিসেম্বর) শুক্রবার সকাল ৯টার দিকে বিরামপুর পৌর শহর এলাকা মাহমুদপুর (ঘাটপাড়) ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। হত আলমগীর হোসেন উপজেলার বিনাইল ইউনিয়ের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ ফইম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান,নিহত আলমগীর হোসেন শুক্রবার সকালে বিরামপুর হতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ড়া মোড়ে ধান কেনার উদ্দেশ্য যাচ্ছিলো। পথে বিরামপুর শহর এলাকা ঘাটপাড় ব্রীজের ওপর পৌছালে বালুবাহী ট্রাক্ট তাকে চাপা দিলে ঘটনা স্থলেই ধান ব্যবসায়ী নিহত হন। সংবাদ পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। ঘাটক বালুর টলিটি আটক করা হয়েছে। এ রির্পোট লেখা আগ পর্যন্ত এঘটনায় বিরামপুর থানায় আইননানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ঐ পুলিশ কর্মকর্তা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।