বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের ওপর বড়গা বাজার সংলগ্ন ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে ট্রাকের চাপায় সালাউদ্দিন (২৮) নামের একজন নিহত হয়েছে।

এ সময় মোটরসাইকেল চালক রাব্বি হক (১৮) আহত হয়। আহত রাব্বিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সালাউদ্দিন পাশের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের শিয়ালদি গ্রামের খিজির আহমেদের ছেলে।

জানা যায়, শুক্রবার (২৮ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে নিহত সালাউদ্দিন ও রাব্বি মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী থেকে আলফাডাঙ্গা যাচ্ছিল। অপরদিক থেকে ভ্যান ভর্তি ডিম নিয়ে ভ্যান চালক বোয়ালমারী আসার পথে বড়গা বাজারের নিকট আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা সালাউদ্দিন ছিটকে গিয়ে রাস্তার উপর পড়লে ট্রাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর রিফার্ট করেন। ফরিদপুর যাওয়ার পথে সাতৈর পৌছালে সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে পুনরায় বোয়ালমারী স্বাস্থ কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডা. আমীর হামজা বলেন, যে মারা গেছে তার মাঝার নিচের অংশ ছুটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর রিফার্ট করি। রিফার্ট করার কিছুক্ষন পরে তাকে মৃত অবস্থায় আবার হাসপাতালে আনা হয়েছিল। তার শরিরীরে এক ফুটাও রক্ত ছিলনা।

বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার বলেন, সড়ক দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ভ্যান ও মোটরসাইকেল থানায় নিয়ে এসেছি। কাউকে কিছু না জানিয়ে লাশ তাদের পরিবার বাড়িতে নিয়ে গেছে।