রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ঘণ্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচণ্ড ধোয়া রয়েছে। কীভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।