সরেজমিন রিপোর্টঃ
যশোরের মণিরামপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এর অপজিটে মেইন রোডের সাথে আজ ০৫-০৬-২২ ইং রবিবার রাত ০৮:০১ ঘটিকার সময় যশোর দিক থেকে আসা একটি কাঠ (লগ) বাহী ট্রাক (যশোর গ ১১- ৪৪৭০) রোডের বাম সাইটে উল্টে যাই।
দেখা যায় ট্রাক উল্টানো অবস্থায় ডান পাশের (দরজা) দিয়ে ড্রাইভার সুস্থ অবস্থায় বেরিয়েছেন এবং হেলপার নিচের বাম পাশের দরজার ভাঙা অংশ দিয়ে বেরিয়েছেন, ঐ হেলপারের বাম পায়ে প্রচুর আঘাত পেয়েছেন। তাকে অসুস্থ অবস্থায় মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই পরে মণিরামপুর থানা পুলিশ এসে লোক সমাগম কমান এবং সেখানে অবস্থান নেন।
ট্রাকের বাম দরজার নিচে একটি ফুসকা, চটপটির দোকান এবং ট্রাকের নিচে সাইকেল, মটরসাইকেল এবং ইজিভ্যান রয়েছে। ফুসকা দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে বাজারের লোকজন প্রশাসনের সহযোগীতায় আগুন বন্ধ করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন হতাহতের খবর জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।