রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার কাউগা মোড় রাজাপুকুর এলাকার দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর শহরের বড়বন্দরের চালতা তলা এলাকার যতীন মজুমদারের নওমুসলিম ছেলে আনোয়ারুল ইসলাম (৪২) ও সদর উপজেলার তাজপুর রামসাগর মনিহার পাড়ার তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তারা দুজন সম্পর্কে শ্যালক-দুলাইভাই।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টায় দুজন মোটরসাইকেল আরোহী দিনাজপুর ফুলবাড়ির দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ২২ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত মোটরসাইকেল আরোহী দুজনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ তাদের পরিবারের কাছে দেওয়া হবে। আর মোটরসাইকেল থেকে ফেনসিডিল পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা মাদক কারবারি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।