পটুয়াখালীর মহিপুরে গাছের নিচে চাপা পড়ে নাসির উদ্দিন (৩৫) ও তাইফুর রহমান (১৯) নামে দু’জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নাসির মারা যান। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তাইফুরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে নাসিরের ছেলে রাইয়ান (৯) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মৃত নাসির ডালবুগঞ্জ ইউনিয়নের সুগডুগি গ্রামের ফজলুল হকের ছেলে। তাইফুর একই এলাকার মিজান হাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নাসিরের বাড়িতে গাছ কাটছিল কয়েকজন শ্রমিক। এ সময় তাদের সহযোগিতা করছিলেন নাসির, তাইফুর ও রাইয়ান। হঠাৎ গাছ তাদের শরীরের ওপর পড়লে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তাইফুরের মত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসিরের চাচা খলিলুল রহমান জানান, নাসিরের মৃত্যুর ঘটনা মেনে নিলেও নাতী তাইফুরের মৃত্যুর ঘটনা পরিবারের কেউ মেনে নিতে পারছেন না। একসঙ্গে দু’জনের মৃত্যু তাদের হতবিহ্বল করে তুলেছে।
আজ (শুক্রবার) সকালে জানাজা শেষে দু’জনকেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।