শেখ মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে খায়রুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শহরের হাসপাতাল রোডের পোস্ট অফিস এলাকায়। খায়রুন নেছা উপজেলার সুজাপুর গ্রামের মৃত আমির আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃদ্ধা খায়রুন নেছা উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে নিজের বাড়িতে আসছিলেন। পথিমধ্যে হাসপাতাল রোডের পোস্ট অফিস এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা আরেকটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বৃদ্ধা খায়রুন নেছা ভ্যান থেকে সড়কের উপর পড়ে যান। উপজেলার সুজাপুর গ্রামের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল বলেন, বৃদ্ধা খায়রুন নেছাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেয়ের বাড়ি থেকে তার আর ঘরে ফেরা হলো না। সড়কেই ঝরে গেলো প্রাণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, খায়রুন নেছা নামের ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কলমকথা/ বিথী