ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাজেদা আক্তার (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, দুপুর ১২ টার দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। দ্রুতগতির বাস চাপা দিয়েই চলে গেছে। তাই বাসটি আটক করা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।