মণিরামপুর উপজেলার মোহনপুর কালিবাড়ি সড়কে নিহত স্কুল ছাত্রদের জানাযা সম্পন্ন। নিহত রনি হোসনের মরদেহ যশোর ২৫০ শষ্যা হাসপাতাল ও মনিরামপুর থানা থেকে নিহত রাসেল হোসনের মরদেহ একযোগে দুপুর ২ঃ ৩০ মিনিটে বাসায় আনা হয়।

বিকাল ৫ টা বেজে ১০ মিনিটে স্থানীয় বাহিরঘরিয়া গোপালপুর আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে নিহতদের জানাযা সম্পন্ন হয়।এরপর নিহতের স্বজনরা তার দাফন সম্পন্ন করেন।