রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধের ঘটনায় কবির হোসেন (৪০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় পাঁচজন মারা গেলেন।

বুধবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন মৃত কবিরের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডা. আইউব হোসেন আরও জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী জনপথ এলাকা থেকে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর ভর্তি পাঁচজনই মারা গেলেন।