রাজধানীর সবুজবাগ থানাধীন বরইতলা এলাকায় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সোহেলা বেগম (৪৫) নামে এক গৃহকর্মী নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, স্থানীয়রা জানায় নিহত ওই নারী বাসা বাড়িতে কাজ করতেন। আজ সকালে কাজের উদ্দেশ্য রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগতীর একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত নারী সবুজবাগের আদর্শ পাড়ার বরইতলা এলাকার ১২৪/৪ নাম্বার বাসায় ভাড়া থাকতেন। এ বিষয়ে মামলা হয়েছে।

 

কলমকথা/ বিথী