রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়াসিন নামে একজনের লাশ ভোরেই উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী তোফায়েল পাঠান ও জসীম উদ্দীন যুগান্তরকে জানান, কাপ্তান বাজারের ওই মার্কেটটিকে কাঁচা বাজার নামে ডাকা হয়। সেখানে মুদি, চাল, ডিম, মুরগী ও কাঁচা মালের শতাধিক দোকান ছিল। অগ্নিকাণ্ডে অন্তত ১০কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা নিঃশেষ হয়ে গেছি। মালামালের সঙ্গে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। সরকার ও বিভিন্ন সংস্থা একটু সাহায্যের হাত বাড়ালে আমরা বাঁচতে পারবো।
ওয়ারী থানার ওসি মো. কবির হোসেন বলেন, ভুইয়া ষ্টোরের ভেতর ঘুমন্ত অবস্থায় ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুধী গ্রামের জঙ্গু মিয়া ও আয়শা বেগম দম্পতির ছেলে। ঘটনার পর পরই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাদের ধারনা, ওই মার্কেটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস সদর দফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ১২টি ইউনিটের ঘণ্টা ব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।