![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/54c67271-2909-46d0-9d71-78d907d658e9_wl.jpg)
অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড
রাজধানীর শ্যামলীতে গোল্ড স্টার নামে একটি ভবনের গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গার্মেন্টসের ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (৮ মার্চ) ভোর ৫টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, রাজধানীর শ্যামলী লিংক রোডের গোল্ড স্টার নামের একটি অষ্টম তলা ভবনের সপ্তম তলায় ভোর ৫টা ৩২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে রোজিনা আক্তার বলেন, গার্মেন্টসটিতে আগুনে পুড়ে যায় প্রায় ২০ লাখ টাকার মালামাল। পুড়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে- কাপড়, শার্ট, সুতা ও মেশিনারিজ। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উদ্ধার করা হয় প্রায় এক কোটি টাকার মালামাল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।