রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সড়ক দূর্ঘটনায় সাফেদা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়। বুধবার (৮ডিসেম্বর) সকাল প্রায় ৭টায় উপজেলার গোগর চৌরাস্তা বেলতলী আব্দুর রহিম ফিলিং স্টেশন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফেদা বেগম (৪৫) হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী। এদিকে গুরুতর আহত হন রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৬) তাকে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে রানীশংকৈল উপজেলার গোগোর চৌরাস্তা বেলতলী আব্দুর রহিম ফিলিং স্টেশন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে ঢাকা থেকে রানীশংকৈলে আসার পথে রোজিনা এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী কোচ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১ নারী নিহত হন। অপর একব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। যাত্রীবাহী রোজিনা কোচটি ঢাকা থেকে রানীশংকৈল আসছিল এবং সিএনজিটি পার্শবর্তী উপজেলা পীরগঞ্জে যাচ্ছিল ।

রানীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে জানান, দুর্ঘটনাস্হল থেকে সিএনজি টিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।