নাটোরের সিংড়া উপজেলায় অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ফিরছিলেন স্বজনরা। এ সময় ত্রিমুখী সংঘর্ষে রনি আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন হাইটেকপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী সিংড়া উপজেলার নিংগইন ভাটোপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের (ঢাকা মেট্রো-ছ-৭১-২৩৫৪) নম্বরের একটি অ্যাম্বুলেন্সে রাজকুমার মায়া নামে এক বৃদ্ধের লাশ নিয়ে ঈশ্বরদী ফিরছিলেন তার স্বজনরা।
পথিমধ্যে মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন হাইটেকপার্ক এলাকায় অপরদিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।