মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আবদুর রউফ (৩৮) নামে এক শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হন আরও তিন শ্রমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২০শে জুন বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
নিহত আবদুর রউফ উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল গফুর সানার ছেলে। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আবদুর রউফসহ ১২ জন শ্রমিক শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। বেলা পৌনে ১২ টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে আবদুর রউফ সানা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
বজ্রপাতের ঘটনায় আহত হন শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) ও সোহরাব হোসেন (৫৫)। তবে আহতরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানান ওই ইউপি সদস্য। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।