মোঃ রিয়াদ গাজী, নলছিটি, ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে নলছিটি মল্লিকপুর এলাকায় লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে।
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝালকাঠি থেকে ঢাকাগামী এমভি ফারহান-৭ নামে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কায় এমভি বালুমতী নামে একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এছাড়া লঞ্চটির সামনের অংশের নিচ থেকে ফাটল ধরে।
এ পরিস্থিতিতে যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করতে সক্ষম হয়। পরে এমভি পূবালী নামে একটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া কিছু যাত্রীদের উঠিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেরে যায়।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান জানান, লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। বাল্কহেডটিতে যারা ছিলেন, তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।