রংপুর জেলা (গংগাচড়া) প্রতিনিধিঃ
রংপুর জেলার গংগাচড়া উপজেলার ৫নং লহ্মীটারী ইউনিয়নের চর কলাগাছিতে মোঃ আব্দুল হান্নান, পিতা মৃত জহির উদ্দিনের বাড়িতে রাত তিন ঘটিকার সময় কয়েলের আগুনে গরু,ছাগল সহ ঘরবাড়ি পুরে ছাই হয়ে যায়।
এ বিষয়ে আব্দুল হান্নানের সাথে কথা বললে তিনি বলেন প্রায়ই মশার জ্বালায় প্রতিদিন কয়েল লাগানো হয়। কিন্তু আজ কিভাবে কয়েল থেকে এই আগুন এক নিমিশেই আমার পুরো ঘরবাড়ি শেষ করবে তা আমার জানা ছিল না। “আমার পোড়া কপাল” এজন্য এমন হয়েছে।
এ বিষয়ে গ্রামের লোকজন বলছে ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রশানের দৃষ্টি আকর্ষণ করে বলছে আগুনে ভষ্মীভূত হওয়া আব্দুল হান্নানের পরিবারকে সহায়তা প্রদান করে এই দুর্যোগ কাটিয়ে আবারও আগের মতো স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে পারে সে ব্যবস্থা করা হোক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।