মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি : শেরপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রফিকুল ইসলাম (৪৫) ও রাব্বী মিয়া(১২)।বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহত রফিকুল ইসলামও ওরাব্বী মিয়া সর্ম্পকে বাবা-ছেলে। আহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার মোহাম্মদ আলি (৪৫), হাবিব মিয়া (৩৫) ও ঝিনাইগাতিরউপজেলার শুভ পাল (১৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার তাতালপুরেরবলস্বর ব্রিজের সামনে শেরপুরগামী চালভর্তি ট্র‍াকের সঙ্গে বিপরীত দিকথেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে সিএনজিঅটোরিকশায় থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলে বাবা-ছেলেসহ তিন জনপ্রাণ হারায়।

বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান,দুর্ঘনার শিকার ছয়জনকে রাত ৮ টার দিকে হাসপাতালে নিয়ে আসেনস্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়। আহত
তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থাআশংকাজনক।শেরপুরে ট্রাক ও সিএনজি চালিতঅটোরিকশার মুখোমুখি ধাক্কালেগে তিনজন নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও তিনজন।তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে৭টার দিকে সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুরসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্যনিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রফিকুল ইসলাম।