মেহেরপুর সদর উপজেলার কালীগাংনীর গ্রামের কলনিপাড়া এলাকায় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলের তৌহিদুল ইসলাম, জানজারের ছেলে আশকারুল হক, কালীগাংনী গ্রামের মন্টুর ছেলে হৃদয়।

স্থানীয়রা জানান, তৌহিদুল ও আশকারুল মোটরসাইকেল নিয়ে গাংনীর দিকে যাচ্ছিলো অপরদিক থেকে হৃদয় গাড়ি নিয়ে বিপরীত দিক থেকে আসছিলো। এসময় তারা কালীগাংনীর কলনি পাড়ায় পৌছালে উভযের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় মটোরসাইকেলে থাকা তিন জন ছিটকে রাস্তায় পরে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

কর্তব্যরত চিকিৎসক আহত এমদাদুল হক হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও আশকারুলকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।