দিনাজপুরের নবাবগঞ্জে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মোছা. তাসলিমা নামের দুই বৎসর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (মন্ডবচান) গ্রামে এই ঘটনা ঘটে।মোছা.তাসলিমা উপজেলার গোলাপগঞ্জ হরিপুর (মন্ডবচান) গ্রামের তারা মন্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গ্রামের বসতবাড়ির পাশে খেলা করছিল শিশু তাসলিমা। একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।