ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারে শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে ও আজ শনিবার ভোরে দুই দফায় পৃথক দু’টি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ভাঙ্গা থানা রোডের ঈদগাহ সংলগ্ন মার্কেটের সাহিন মিয়ার ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সাহিন মিয়ার ইলেকট্রনিক্সের দোকান ও পাশের আরজু মিয়ার মুদি দোকান পুড়ে যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরের টিনের চালা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ভাঙ্গার ফায়ার সার্ভিস বাহিনীর একটি ইউনিট রাত ১২টা থেকে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, শনিবার ভোর সোয়া ৫টার দিকে ভাঙ্গা বাজারের প্রবেশ পথের মার্কেটে অপর একটি অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মিভূত হয়ে গেছে। ভাঙ্গার দমকল বাহিনীর একটি ইউনিট ও সদরপুর দমকল বাহিনীর অপর আরেকটি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় পুড়ে যায় সাইদুল ফকিরের ফলের দোকান, শহীদ ফকিরের ফলের দোকান, আরজু মিয়ার কনফেকশনারী, রবিউল হোসেনের হোটেল, সাত্তার মিয়ার মিষ্টির দোকান, মমিন মিয়ার বীজ ভান্ডার, আক্তার হোসেনের মিষ্টির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া আজিজ মিয়ার মিষ্টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর মিয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। প্রথম দফা অগ্নিকাণ্ডে ভাঙ্গা দমকল বাহিনীর একটি ইউনিট ও দ্বিতীয় দফা অগ্নিকাণ্ডে ভাঙ্গা ও সদরপুর দমকল বাহিনীর দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।