রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ১০টা ৫০ মিনিটের পরই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য জানান। অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। তবে এতে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।