দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে রেজোয়ান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ফরিদাবাদ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান ওই এলাকার হবি কবিরাজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজোয়ান বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দেখতে পেলে ডাকাডাকি করে এবং তাকে পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয় ডাক্তারকে খবর দিলে তাৎক্ষণিক ছুটে আসেন স্থানীয় ডিপ্লোমা চিকিৎসক ডাঃ আব্দুস সালাম। পরে তিনি এসে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান পানিতে ডুবে রেজওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এর আগেও ওই পরিবারের আরো একটি মেয়ে অটোর সাথে রোড এক্সিডেন্ট এ মারা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।