ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোহাম্মদ ইসরাফিল হোসেন ও স্বপ্না আক্তার নামে দম্পতির। ঢাকাগামী জামান পরিবহণ নামে একটি বাস ধাক্কা দিলে হাইওয়ের ওপর ওই দম্পতি পড়ে গেলে অপর একটি বাসে তারা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর গ্রাফিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন (২৪) শ্রীরামপুর গ্রাফিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট কারখানার শ্রমিক স্বপ্না আক্তার (২১) বালিথা পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তারা উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন গ্রামের বাসিন্দা।