দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার খানসামা ফিলিং স্টেশন ও আমতলী বাজার এর মাঝখানে ব্র্যাক অফিসের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। সে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খয়রাত উকিল পাড়ার তফসের আলীর ছেলে।
জানা গেছে, নিহত জাকির হোসেন খানসামা বাজার থেকে মোটরসাইকেলে করে ৫০কেজি ওজনের ১বস্তা চাল নিয়ে বাসার উদ্দেশ্য রওনা দিয়েছিল।
পথিমধ্যেই সে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীসূত্রে,ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, খানসামা বাজার থেকে মোটরসাইকেল আরোহী জাকির হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলসহ সে পড়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাঁকে খানসামা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখানে ডাক্তার মাহফুজ প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকেই সচেতন থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।