সাইফুর নিশাদ,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার বড় মির্জাপুরে আজ শনিবার (০৭)ই জানুয়ারি দুপুরে মাথায় গাছের ডাল পড়ে হোসনেআরা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
হোসনেআরা ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে সম্প্রতি নিহতের ভাই বাবুল মিয়া বাড়ির পাশের একটি গাছ বিক্রি করেন। গাছ ব্যবসায়ী ছাদেক মিয়া শনিবার সকালে ওই গাছ কাটছিলেন। এ সময় হোসনেআরা গাছের নিচে ছিলেন। ওপর থেকে একটি বড় ডাল তার মাথায় পড়লে তিনি আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে নিহতের স্বজনদের নিকট থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।